প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ১০:৪২ পি.এম
সিআরপি’র বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের চিকিৎসা অবহেলা

খোরশেদ আলম, সাভার উপজেলা প্রতিনিধিঃ
সাভারে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি'র বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের চিকিৎসায় চরম অবহেলা, অপেশাদারিত্ব এবং যথাযথ চিকিৎসা না করার অভিযোগ এনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটিতে আকস্মিকভাবে পরিদর্শনে গিয়ে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন পুলিশের নির্বিচার গুলিতে আহতদের ৫৭ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন সাভারে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি'তে। এদের মধ্যে স্পাইনাল কর্ডে গুলিবিদ্ধ ৬ জন রোগীর অবস্থা গুরুতর।
গত ৫ দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি'র শিক্ষার্থী রুবায়াত রাজ ও সানজানা সেলিম বর্ষার নেতৃত্বে একদল শিক্ষার্থী সিআরপি পরিদর্শন করে আহতদের চিকিৎসায় নানা অনিয়ম অবহেলা এবং বৈষম্যের চিত্র দেখতে পান। পরে, তারা বিষয়টি সারজিসসহ অন্য সমন্বয়কদের অবগত করলে তাৎক্ষণিকভাবে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠান পরিদর্শন আসেন তারা। এসময় রোগীদর সাথে কথা বলে নানা অসঙ্গতির প্রমান পান তারা।
এদিকে, সিআরপির বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে গণমাধ্যমের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন সিআরপি কর্তৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন