নিজস্ব প্রতিবেদক: প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রথম জানাজা আজ বৃহস্পতিবার সকাল দশটায় নিজ বাসভবনে সম্পন্ন হয়েছে।
মরহুমার নিজ বাসভবনে শেষ বিদায় জানাতে ভিড় করেন তার ভক্ত-অনুসারী ও স্বজনরা। বাংলাদেশ আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষে মতিয়া চৌধুরীর মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মরহুমার ভাই মাসুদুল ইসলামের কাছ থেকে জানা যায় , আজ বৃহস্পতিবার বাদ যোহর গুলশানের আযাদ মসজিদে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।জানাজা শেষে সবকিছু ঠিক থাকলে রাজধানী ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। প্রবীণ এই রাজনীতিবিদ মতিয়া চৌধুরীকে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নতুন জায়গায় দাফন করা নিয়ে কোন জটিলতা থাকলে। মরহুমার পরে দাফন সম্পন্ন করা হবে।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতিয়া চৌধুরী।
আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিবিদ ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ব্যক্তিজীবনে ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মতিয়া চৌধুরী।