প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৯:৫১ পি.এম
ধর্মপাশায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ যুবকের কারাদণ্ড

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চান্দুনগর গ্রামের সামনে প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে সোমবার (২৮ অক্টোবর ২০২৪) বিকেল ৫ টার দিকে ৮ যুবককে আটক করে ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অলিদুজ্জামান, এবং তার সঙ্গে ছিলেন এসআই বদিউজ্জামাল, উজ্জ্বল মোল্লা ।আটককৃতদের মধ্যে রয়েছেন রুমান (২২), বাপ্পী (২০) (গ্রাম: চকিয়াচাপুর), মো. হৃদয় মিয়া (২৬), জালাল মিয়া (৩৫) (গ্রাম: বরইহাটি), উত্তম দে (৩৫), মানিক (২৭) (গ্রাম: পাইকুরাটি), হাইউল মিয়া (২৪) (গ্রাম: বারহাট্টার বাহাদুরপুর) এবং জুয়েল মিয়া (১৮)। জুয়েল মিয়া সরাসরি জুয়ায় অংশগ্রহণ না করলেও সঙ্গ দেয়ার অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।রুমান মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত আটককৃতদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।অভিযান পরিচালনা প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মোঃ অলিদুজ্জামান বলেন, জুয়া সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যায়। আমাদের এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন