প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৩:৪৩ পি.এম
মধ্যনগরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবা টেবলেট ও ১৪ পুইড়া গাঁজা সহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার এসআই(নিঃ) বিকাশ সরকার সঙ্গীয় এসআই(নিঃ) তপন চন্দ্র দাস, এএসআই(নিঃ)/মোঃ মহিনুর, ৫৯৩ মোঃ সম্রাট আলী, কং/৮১৬ মোঃ নাদিদ হাসান সহ রাত ০৮.০৫ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউপির অন্তর্গত বাট্টা সাকিনে দীনবন্ধু সরকারের বাড়ির উঠান হইতে (ক) ৪৫ (পয়তাল্লিশ) পিছ ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটি ইয়াবা ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম করিয়া ৪৫ টি ইয়াবা ট্যাবলেটের ওজন ৪.৫ গ্রাম। প্রতিটির মূল্য ৩০০ টাকা করিয়া (৪৫X৩০০)=১৩,৫০০/-টাকা, (খ) ১৪ (চৌদ্দ) পুরিয়া গাঁজা, যাহার ওজন অনুমান ১৫ (পনের) গ্রাম, মূল্য অনুমান-১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা সহ মাদক ব্যবসায়ী ১। নয়ন সরকার (২৪), পিতা-নারায়ন সরকার, - গ্রাম -বাসাউড়া, ২। দীনবন্ধু সরকার (৬৮), পিতা-মৃত উপেন্দ্র সরকার, গ্রাম - বাট্টা, ৩। কাজল সরকার (৩০), পিতা-রাজকুমার সরকার, সাং-ঘাষি, সর্ব ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউপি, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ, ৪। রাসেল মিয়া (২৭), পিতা-মোঃ আব্দুল সালাম, গ্রাম -গুটমন্ডল, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনাদেরকে গ্রেফতার করেন।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমান বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন