অনলাইন ডেস্ক :
ঢাকার অধুরে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোন জেলা গাজীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারী কারখানার শ্রমিকরা।১৩ নভেম্বর সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় বাংলাদেশ গার্মেন্টস পোশাক রপ্তানি শ্রমিকরা এ অবরোধ করেন।ওই এলাকার স্থানীয় সূত্রে জানা যায় ট্যেক্স গার্মেন্টস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে এ আন্দোলন করছে।