প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৭:৪৩ পি.এম
গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২মাটি ব্যবসায়ীকে জরিমানা।

আহসান হাবীব নাহিদ সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুরে রাস্তার পাচে পতিত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।শনিবার ১৬ নভেম্বর দুপুরে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস্ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পতিত জমি থেকে ভেকুমপশিন বসিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় ২ মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন যাবৎ পতিত জমি থেকে মাটি উত্তোলন করায় ঝুকিতে পড়েছে খোদা বকস্ গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের চলাচলের একমাত্র রাস্তা,বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিসহ সেখানে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় তিনি স্থানীয় এলাকাবাসী, ইউ পি চেয়ারম্যান ও সাদুল্লাপুর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের উপস্থিতিতে ২ মাটি ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন