প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১১:২৭ পি.এম
এইচপিভি টিকার বিষয়ে ইমাম-মোয়াজ্জেমদের প্রশিক্ষণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নম্বর খাঁনপুর ইউনিয়নের রতনপুর ইসলামি মিশন মসজিদে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে গতকাল রাতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি। তিনি স্বাস্হ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে চলমান HPV vaccination বিষয়ে সবাই কে সচেতন করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, রতনপুর এতিমখানার সভাপতি ও সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক আব্দুল কুদ্দুস ও প্রশিক্ষক মাওলানা মোঃ জাকারিয়া।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন