মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিনা মাহমুদা (বিপিএম, পুলিশ সুপার, মাগুরা)। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমানসহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। পুলিশ সুপার তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এ সংবর্ধনায় বিদায়ী অতিথি সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন।