প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৪৩ পি.এম
নওগাঁয় ডাকাতী’র ঘটনায় ডাকাত দলের মূলহোতা সহ আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁ জেলা শহরে বড় ধরনের দুটি ডাকাতি'র ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা মিন্টু (৩৭) ও সক্রিয় সদস্য রাব্বানী ওরফে রানা (২৭) নামে দুই জন ডাকাত কে আটক করেছে পুলিশ। এঘটনায় শনিবার ২৩ নভেম্বর দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, গত ১৮ ও ২৯ সেপ্টেম্বরে নওগাঁ জেলা শহরে দুটি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতীর ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলার পরই মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২৯ অক্টোবর ঢাকার আশুলিয়া থানা এলাকা হতে মাহাবুব মন্ডল নামে একজন ডাকাতকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ডাকাত মাহাবুব মন্ডলের দেওয়া তথ্য মতে গত শুক্রবার ২২ নভেম্বর গভীররাতে ঢাকা গাজীপুর জেলার কালিকাকইর থানা এলাকা হতে ডাকাত দলের মূলহোতা মিন্টুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত দলের মূলহোতা মিন্টু নাটোর জেলার সিংড়া উপজেলার বিলদহর গ্রামের নামাজ আলীর ছেলে।পরে তার দেওয়া তথ্য মতে কুখ্যাত ও সক্রিয় ডাকাত সদস্য রাব্বানী ওরফে রানাকে নওগাঁ জেলা শহরের ইদুর বটতলী এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। রাব্বানী ও নাটোর জেলার সিংড়া উপজেলার বিলদহর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সহ পুলিশের অনান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন