প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৯:৪৭ এ.এম
মাগুরায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি
কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি;
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নে মাগুরায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে মাগুরা আদর্শ কলেজ থেকে মাগুরা জেলা ছাত্রদলের ব্যানারে এ র্যালিটি বের হয়।
এ সময় উপস্থিত ছিলো, মাগুরা জেলা আদর্শ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও মাগুরা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এ সময় তারা দাবি করে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ, ৫ আগস্টের পরে বাংলাদেশের পুরোনা রাজনীতিতে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। বলেই দেশ নায়ক তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষিত দাবি বাস্তবায়ন করতে হবে৷
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন