প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ১২:৪৩ পি.এম
জাতির ক্রান্তিকালে বিএনসিসি বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে: সেনা প্রধান

সাভার উপজেলা প্রতিনিধিঃ
৫ আগস্টের পর দেশের ট্রাফিকসহ বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যদের কার্যক্রম প্রশংসনীয়। তাই দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসি সদস্যরা একটি বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার দুপুরে শুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি ট্রেনিং একাডেমিতে নবনির্মিত বিএনসিসি ট্রেনিংস ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এক স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করে সেনাপ্রধান বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ৫ আগষ্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রনসহ শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কাজে সহায়তা করেছে। বন্যার সময়ও তারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেছে। তাদের কর্মকান্ডে আমি অভিভূত।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সেনা প্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার একটি দল গার্ড অব অনার প্রদান করেন। পরে সেনাপ্রধান বিএনসিসি ট্রেনিং ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন ও বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপন করেন। এসময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিএনসিসির উর্ধতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে সকালে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টার এন্ড স্কুলে সিএমপি কোরের বাৎষরিক অধিনায়ক সম্মেলন ২০২৪- এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় ৯ম পদাতিক ডিভিশনের জিওসিসহ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ফটোশেসন করেন সেনা প্রধান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন