প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ১১:২০ এ.এম
নওগাঁয় নলকূপের গর্তে পরে যুবকের মৃত্যু, ৫০

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় গভীর নলকূপের পরিত্যাক্ত গর্তে (মাটির ৫০ ফিট নিচে) পরে এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এমৃত্যুর ঘটনাটি ঘটেছে রবিবার ৮ ডিসেম্বর নওগাঁর নিয়ামতপুর উপজেলার চকদেউলিয়া গ্রামের মাঠে। গভীর নলকূপের পরিতাক্ত গর্তে যুবক পরে যাওয়ার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের টিম পৌছে ৫০ ফিট মাটির নিচ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করেছেন।
নিহত যুবক সেলিম রেজা (২৯) হলেন, নওগাঁর মান্দা উপজেলার হাটোইর গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্থানিয়রা জানান, মান্দা উপজেলার হাটোইর ও নিয়ামতপুর উপজেলার চকদেউলিয়া গ্রাম পাশাপাশি। স্থানীয় হাটোইর গ্রামের বাসিন্দা আসলাম হোসেন সহ কয়েকজন বলেন, আমাদের পাশের গ্রাম চকদেউলিয়া গ্রামের মাঠে জৈনক জয়নাল আবেদীনের একটি গভীর নলকূপ ছিলো। সম্পতি সেটি অকেজো হয়ে পড়লে পূর্বের বোডিং করা পাইপ উত্তোলন করে তার পাশেই নতুন করে বোডিং করা হয়। স্থানিয়রা আরো বলেন, নতুন কূপটি খননের পর সেখানে কিছু বালু পড়ে ছিলো। ব্যক্তিগত প্রয়োজনে রবিবার সকালে সেখানে গিয়ে বালু বস্তায় ভরে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে সেলিম অসাবধানবশত পরিত্যক্ত কূপের গর্তে পরে যায়। ঘটনাটি মহূর্তের মধ্যে জানাজানি হলে ঘটনাস্থলে শতশত লোকজন ভীড় জমান। তবে গর্ত অনেক গভীর হওয়ায় কেউ তাকে দেখতে না পেয়ে লোকজন হতাশ হয়ে থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ও নিয়ামতপুর ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছান। ঘটনার ব্যাপারে নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে এস্কেভেটরের সাহায্যে অন্তত প্রায় ৫০ ফিট মাটির নিচে গভীর গর্ত থেকে সেলিম রেজার মৃতদেহ উদ্ধার পূর্বক নিয়ামতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গর্তে পরে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে
নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) বাবুল বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত সেলিম রেজার মৃতদেহ স্বজন (পরিবারের) কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন