সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে আজ বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ জন প্রার্থী প্রতিদন্দিতা করেছেন, চার জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, মোঃ এরশাদ আকন্দ তিনি ভোট পেয়েছেন ৪৮৫ প্রথম , মোঃ আবুশাহিদ তিনি পয়েছেন ৩০৯ ভোট দ্বিতীয় , মোঃ আমিনুল হক নয়ন তিনি পেয়েছেন ৩০৯ ভোট দ্বিতীয় ,
মোঃ শহিদুল ইসলাম তিনি পেয়েছেন ২৯৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। স্কুলে অবিভাবকদের মোট ভোট সংখ্যা ছিল ৮০০, তারমধ্যে কাষ্টিং হয়েছে ৬১৭ ভোট। উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে