প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ১১:৫১ পি.এম
নওগাঁয় শিশুচোর সন্দেহে মাদকসেবি যুবককে বেঁধে রেখে মারপিট

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় আদিবাসী পরিবারের শুভ পাহান নামে দের বছর বয়সী এক শিশু সন্তানকে চুরি করে নিয়ে যাওয়ার সন্দেহে আদিবাসী যুবক ও কিশোররা (চোলাই মদ সেবনকারী) সাদেকুল নামে মাতাল এক যুবককে আটক পূর্বক বেঁধে রেখে মারপিট করেন। শিশু চোর সন্দেহে যুবককে মারপিটের এঘটনাটি ঘটেছে বুধবার ১৮ ডিসেম্বর দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটামোড় চৌমাশিয়া বাজার এলাকার (চৌমাশিয়া আদিবাসী পাড়া গ্রামে)। শিশু শুভ পাহানের মা বলেন, আমার শিশু সন্তান বাড়ির সামনে খলিয়ানে খেলাধুলা করছিলো। এরিমাঝে আমার শশুড় বাড়িতে এসে শিশুর খোঁজ করেন। খলিয়ানে না পেয়ে আমরা খোঁজাখুজি শুরু করি। এক পর্যায়ে গ্রামের ছেলেরাও যে যার মতোকরে বিভিন্ন দিকে শিশুকে খুজতে বের হোন। পরে গ্রামের জিৎ পাহান ও পিন্টু পাহান নামে দু ছেলে আমার শিশু শুভ পাহান কে উদ্ধার সহ ঐ মাতাল অবস্থায় ঐ যুবককে ধরে নিয়ে আসার পর পাড়ার কিছু ছেলেরা চোর সন্দেহে আটককৃত যুবককে বেঁধে রেখে মারপিট করেন। পাড়ার দুই কিশোর জিৎ পাহান ও পিন্টু পাহান বলেন, আমরা শিশু চোর সন্দেহ করে তাকে ধরেনিয়ে আসার পর কিছুটা মারপিট করেন ছেলেরা। শিশু চোর আটক হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সেখানে লোকজন ভীড় জমান। এঘটনার খবর পেয়ে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ও স্থানিয় জনপ্রতিনিধি (ইউপি মেম্বার) দ্রুত ঘটনাস্থলে পৌছে উত্তেজিত লোকজন কে শান্ত করেন। এক পর্যায়ে শিশু চোর সন্দেহে আটককৃত ও মারপিটের শিকার সাদেকুল শত শত লোকজনের উপস্থিতিতে মাতাল (বেসামাল) অবস্থায় বলেন যে, আমার বাড়ি মান্দা উপজেলার মৈনম গ্রামের শাহপাড়াতে। আমি শিশু চোর নয়, আমি এই বাড়িতে দীর্ঘ ৬ মাস ধরে নিয়মিত এসে (চোয়ানী) চোলাই মদ পান করি। আজও এবাড়িতে (শিমলা পাহানের বাড়িতে) এসে চোলাই মদ (চোয়ানী) খেয়েছি। খাওয়ার পর বৌদি শিশুর মা শিশুকে চির্পস কিনে দিতে বলায় আমি শিশুকে বাড়ির পাশের দোকানে নিয়ে চির্পস সহ জিনিস কিনে দেয় এবং পাশের মুন্সিপাড়াতে গাছ থেকে আমার চাচাত ভাই জলপাই নামাচ্ছিলেন সেখানে গিয়ে কিছু জলপাই নিয়ে শিশুকে তার বাড়িতে পৌছে দিতে আসার পথে আমাকে শিশু চোর সন্দেহ করে ধরে এনে বেঁধে রেখে মারপিট করার এক পর্যায়ে বাঁধন খুলেদিলেও আমাকে কয়েকজন ছেলে মারপিট করতে থাকে। তবে পুলিশ ও মেম্বার আসার পর আমাকে কেউ মারপিট করেনি। আমি মদ খেয়েছি আমি মাতাল আমি শিশুচোর নয়। এক পর্যায়ে শত শত লোকজনের উপস্থিতিতে স্থানিয় ইউপি সদস্যকে সাথে নিয়ে ফাঁড়ি পুলিশের এস আই আকবর শিশু শুভ পাহানের পিতা-মাতা ও স্বজনদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, আপনারা অভিযোগ করেন আমরা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগভাবে পদক্ষেপ নিব। এসময় শিশুর বাবা সাগর পাহান সহ স্বজনরা জানান, তারা কোন আইনানুগ পদক্ষেপ নিবেন না। এমন পরিস্থিতিতে অবশেষে স্থানিয় লোকজন সহ জনপ্রতিনিধি'র উপস্থিতিতে এগ্রামে চোয়ানী খেতে আসবেন না এবং আর কোন দিন (চোয়ানী) চোলাই মদ খাবেন না জানিয়ে নাকে খতদিয়ে সেখান থেকে সে চলে যান বা জনরোষ থেকে মুক্তি পান। অপরদিকে চৌমাশিয়া আদিবাসী পাড়ায় স্থানিয় ভাবে তৈরি চোলাই মদ কেনা-বেচা বন্ধের জন্য, নওগাঁর সুযোগ্য জেলা পুলিশ সুপার ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ এর আশুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন