প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৩, ১:২৬ পি.এম
সাভারে ৫ম শ্রেণি পাশ গাড়িচালক বিশেষজ্ঞ চিকিৎসক

সাভারে ৫ম শ্রেণি পাশ এক ভুয়া ফিজিওথেরাপিস্ট চিকিৎসককে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ। পেশায় গাড়ি চালক হলেও দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা দিয়ে তিনি রোগীদের কাছ থেকে হাতিয়ে নিতেন টাকা। সবশেষ এক প্রতিবন্দী শিশুর বাকা পা চিকিৎসার নামে চাপ দিয়ে ভেঙ্গে ফেলেন তিনি।
গ্রেপ্তারকৃত সবুজ মাতুব্বর(৩২) বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার বালিয়া গ্রামের মৃত আবু জায়েদ মাতুব্বরের ছেলে। তিনি এর আগে এক চিকিৎসকের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। তিনি সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া থাকত। ভুক্তভোগী শিশু চাঁদপুর জেলার মতলব উত্তর থানার হরিনাগ গ্রামের মৃত জুয়েলের ছেলে।
বৃহস্পতিবার(০৫ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় সাভার মডেল থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে এই ভুয়া চিকিৎসককে সাভার পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর এজাহার সূত্রে পুলিশ জানায়, গত আড়াই বছর ধরে এক ৫ বছরের শিশু মাহমুদুল হাসানের পায়ে থেরাপি দিয়ে আসছিলেন সবুজ। এ পর্যন্ত থেরাপীর বরাতে শিশুটির পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৫ লক্ষ ৪০ হাজার টাকা। এতদিনেও শিশুটির শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। পরে খোজ নিয়ে শিশুটির পরিবার জানতে পারে এতদিন যার কাছ থেকে চিকিৎসা নেয়া হচ্ছিল তিনি আসলে প্রকৃত চিকিৎসক নন। পরে বুধবার(৪ ডিসেম্বর) সাভার মডেল থানায় সেই ভুয়া চিকিৎসককে আসামী করে মামলা দায়ের করে শিশুর মা নার্গিস বেগম।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই শহিদুল ইসলাম বলেন, সবুজ মাতব্বর ৫-৭ বছর ধরে সাভারে সিআরপির পাশে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থেরাপী প্রতিষ্ঠান চালিয়ে আসছিল। দালাল চক্রের মাধ্যমে রোগী সংগ্রহ করত ৫ম শ্রেণি পাশ এই ভুয়া চিকিৎসক। সবুজ এর আগে সিআরপির এক চিকিৎসকের গাড়ির চালক ছিল। সেই চিকিৎসকের কাছ থেকে দেখেই কিছু কৌশল রপ্ত করেছিল এই প্রতারক। শিশুটির বয়স যখন সাড়ে ৩ বছর তখন থেকে এখানে থেরাপি নিচ্ছিল। শিশুটি মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। শিশুর দুই পা বাকা ছিল। গত ১৮ ডিসেম্বর থেরাপী দেয়ার নামে চাপ দিয়ে শিশুটির ডান পায়ের হাড় ভেঙ্গে ফেলে সবুজ। পরে সন্দেহ হলে থানায় মামলা দায়ের করে পরিবার।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, দীর্ঘদিন ধরে ওই ভুয়া ডাক্তার চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার সাথে আর কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন