মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতকে আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠানো হয়েছে।” একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে:
শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানদের বিরুদ্ধেও এসব মামলার বিচার প্রক্রিয়া চলমান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি এই প্রক্রিয়ায় সহায়তা করবে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে।”
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ বিষয়ে আরও বলেন, “আমরা আশা করছি, ভারত সরকারের সঙ্গে আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হবে।”
সংগৃহীত