প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৩, ২:২৯ পি.এম
আশুলিয়ার হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়েছে

আশুলিয়ার হাত-পা বাঁধা ও গলায় গামছা প্যাচানো অবস্থায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’পিবিআইয়ের একটি দল প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করেন।
পিবিআই জানায়, খবর পেয়ে আমরা প্রযুক্তির মাধ্যমে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হয়েছি। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, নিহতের নাম মো. নরুল ইসলাম (৫০)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গাড়াদহ ইউনিয়নের মৃত মীর মিজানুর রহমানের ছেলে। বর্তমানে ঠিকানা গাজীপুর সদরের দক্ষিণখাইকুর এলাকায়
শনিবার ( ৭ জানুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার কবিরপুর এলাকার শাখার সড়কের পাশ থেকে অজ্ঞাত হিসেবে ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই নুরনবী বলেন, খবর পেয়ে থানায় এসেছি। আমার ভাই নরুল ইসলাম ঢাকার মিরপুর ১ নম্বরে বসবাস করে ও ইলেকট্রনিক্সের ব্যবসা করে। গত বৃহস্পতিবার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে গিয়েছিল। পরে গতকাল শুক্রবার রাত ৮ দিকে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওয়ানা হয়েছিল।
এ বিষয়ে ঢাকা জেলার পিবিআই এর এস আই ইমরান আহমেদ বলেন, নিহতের পকেটে গতরাতে বঙ্গবন্ধু সেতুর মোটরসাইকেলের টোল বিলের কাগজ পাওয়া গেছে। যেখানে রাত ১ দিকের দিকে তিনি সেতু পার হয়ে ঢাকার দিকে আসছিলেন। এছাড়া তার সঙ্গে মোটরসাইকেল থাকার কথা থাকলেও সেটি নেই। কোন ছিনতাইয়ের কবলে পড়েছেন কিনা? সেসব বিষয়েও মাথায় রেখে কাজ করছি।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই রাজু মন্ডল বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতের পরিচয়ে সূত্র ধরে তার পরিবারের যোগাযোগ করা হয়েছে। তারা থানা এসেছেন। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন