প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৩, ৪:১৯ পি.এম
এলডিব্লিউজি সনদের জন্য আরও ২০০ একর জমির প্রয়োজন

ঢাকার অতি নিকটেই সাভার এখানে চামড়া শিল্প নগরী ঘিরে ভূমি, পানি, বায়ু ও পরিবেশ দূষণ বন্ধ করতে নানা পরামর্শের সঙ্গে চামড়া শিল্পের সিইপিটি আরো বেশি আধুনিকায়নসহ কারগিরি ও প্রযুক্তিগত পরিবর্তন প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন।

শনিবার দুপুরে সাভারের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরী পরিদর্শন ও সিইটিপিবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন মুখ্য সচিব। এসময় তিনি সংকট কাটিয়ে চামড়া শিল্প নগরীর উন্নয়নে পরিকল্পনার কথাও জানান।
এ সময় তার একান্ত সচিব, ঢাকা জেলা প্রশাসক, বিসিক পরিচালক, পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া শিল্পের রপ্তানি বাড়াতে সাভারের ট্যানারিকে আরও আধুনিকায়ন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

আন্তর্জাতিক সংগঠন লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদের জন্য আরও ২০০ একর ভূমি অধিগ্রহণ প্রয়োজন বলেও জানান তিনি।
পরে বিকালে তিনি সাভারে ভাকুর্তায় আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেন। এরআগে চামড়া শিল্প নগরী একটি বৃক্ষ রোপন করেন তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন