প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৯:৩৩ পি.এম
অনুষ্ঠিত হলো ‘হাল্ট প্রাইজ’-এর তথ্য অধিবেশন

অমি দেব ক্যাম্পাস প্রতিনিধি কুমিল্লা;
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সামাজিক সমস্যা সমাধান প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ এর তথ্য অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০২জানুয়ারী) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ বাংলাদেশের কোর্ডিনেটর তানবীর আনজুম শোভান। তিনি এই অধিবেশনে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন তথ্য শিক্ষার্থীদেরকে জানান।‘হাল্ট প্রাইজ’ এর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচালক মোঃ মুজাহীদুল ইসলাম বলেন, 'আজ হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস-২০২৫ এর প্রথম অফলাইন সেশন অনুষ্ঠিত হয়েছে। আজকের সেশনটার মূল উদ্দেশ্য ছিল হাল্ট প্রাইজের মতো বিশ্বের সবচেয়ে বড়ো বিজনেস কম্পিটিশন সম্পর্কে প্রতিযোগীদের পূর্ণাঙ্গ ধারণা দেওয়া। আর এই লক্ষ্যেই ন্যাশনাল কোঅর্ডিনেটর তানভীর আনজুম শোভনকে নিয়ে আসি যিনি তার সেশনে হাল্ট প্রাইজের রাউন্ড ও থিম সহ আরও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। রেজিস্ট্রেশন ক্লোজ হওয়ার এখনও ৬দিন বাকি তবে আজকের সেশনের উপস্থিতি ছিল বেশ ইতিবাচক। কম্পিটিশনটি মোট ৩টি রাউন্ডে সম্পন্ন হবে এবং প্রতিটা রাউন্ডে পার্টিসিপেন্টদের তত্তাবধানের উদ্দেশ্যে এরকম আরও সেশন রাখা হবে।আজকের সেশনটা আগামী ৬দিনে আরও টিম রেজিস্ট্রেশনে প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী।"উক্ত অধিবেশনটিতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন