প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ১২:২৩ এ.এম
মহাসড়কের গাছ কাটার অভিযোগে যুবদলের ৪ কর্মী আটক

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট রংপুর মহাসড়কের গাছ রাতের আঁধারে কেটে নেয়ার অভিযোগে যুবদলের ৪ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল কাদের।
এর আগে সোমবার দিনগত মধ্যরাতে লালমনিরহাট রংপুর মহাসড়কের পাশে থাকা মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার এলাকার কয়েকটি বড় বড় গাছে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। আটককৃতরা হলেন, লালমনিরহাট সসদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোকছেদ(৩৩), উজ্জ্বল(২৩), আশরাফুল(২৮) ও বুড়া মিয়া(২৬)। তারা সকলে ওই ইউনিয়নের ভোলারচওড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট রংপুর মহাসড়কটির দুই পাশে বড় বড় আকারের বেশ কিছু গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। দুর্বৃত্তরা সেই মহাসড়কের বিমান বাহিনী এলাকা থেকে বড়বাড়ি পর্যন্ত এলাকার বেশ কিছু গাছ প্রতিরাতে কেটে নিয়ে যাচ্ছে। এমন একটি খবরে সোমবার রাতে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় মহেন্দ্রনগর এলাকার ইন্দ্রারপার এলাকায় গাছ কাটার সময় পুলিশ হাতে নাতে একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমত আরও ৩জনসহ মোট চার জনকে আটক করে পুলিশ। কেটে ফেলে গাছের কয়েকটি গুড়ি(খন্ড) জব্দ করে পুলিশ। মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল আলম বলেন, তারা মিথ্যে যুবদলের পরিচয় দিয়েছেন। এরা আমাদের কমিটিতে নেই। তবে যুবদলের সাবেক কমিটির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউনিয়ন যুবদল সভাপতির বাড়ির পাশের ঘটনা এবং এসব ছেলে তার সাথেই রাজনীতি করে। আপাতত দায় এড়াতে সভাপতি এমনটা দাবি করছেন।লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল কাদের বলেন, মহাসড়কের গাছ রাতের আঁধারে অবৈধ ভাবে কেটে নেয়ার অভিযোগে চার জনকে আটক করেছি। জেলা পরিষদকে মামলা দিতে আহবান করা হয়েছে। তারা না দিলে পুলিশ বাদি হয়ে মামলা করা হবে। লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভার) ফিরোজ হোসেন বলেন, একটি গাছ চুরির ঘটনা শুনেছি।আমরা লোক পাঠিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন