প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৩, ৪:০০ এ.এম
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আশুলিয়া প্রেসক্লাবে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আশুলিয়া থানা ছাত্রলীগ।

মঙ্গলবার(১০জানুয়ারি) সকালে ১১ টায় আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত পাপ্পু ও সাধারন সম্পাদক তানভির আহমেদের নেতৃত্বে আশুলিয়া প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন-আশুলিয়া থানা ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বী,খলিল প্রধান,জিতু, এসময় আরও উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী জনাব মোঃ ফিরোজ কবির,
যুগ্নসাধারন সস্পাদক অপু,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ অনেকে।
এসময় আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ তানভীর আহমেদ বলেন,
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় মেনে নেয়। বাঙালি পায় মুক্তির স্বাদ। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনো পাকিস্তানের কারাগারে বন্দী। বাঙালিকে বিজয়ের পূর্ণতা পেতে অপেক্ষা করতে হয়েছে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। সেদিনই বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু তাঁর সোনার বাংলায় পা রাখেন। ১৬ ডিসেম্বরের মতোই বাংলাদেশের মানুষ যেন আরেকবার বিজয়ের উল্লাসে ফেটে পড়ে।
১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে পাকিস্তান সেনাবাহিনী আটক করে নিয়ে যায়। এরপর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বিপুল সংবর্ধনার মধ্য দিয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে জাতি দিনটিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন