রংপুর ব্যুরো:
রংপুরে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের নগরীর সরকারি সিটি কলেজ প্রাঙ্গণে দুই শতাধিক শীতার্তদের এ শীতবস্ত্র বিতরণ করা হয়। চ্যানেল আই’র সিনিয়র স্টাফ রিপোর্টার ও রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোঃ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইনজীবি জোবাইদুল ইসলাম বুলেট, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক সাব্বির আহমেদ, প্রেসক্লাবের সভাপতি রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাংবাদিক হাশেম আলী। আরও উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন রাজু, ফরহাদুজ্জামান ফারুক, এহসানুল হক সুমন, নভেল চৌধুরীসহ অন্যরা। শীতবস্ত্র পেয়ে সিটি এলাকার বাসিন্দা মোমেনা বেগম, খোদেজা বেগম, ইউসুফ আলী বলেন, প্রতিবারই রংপুরে তুলনামূলক বেশি শীত পড়ে। আর শীত আসলেই চিন্তায় পড়ে যাই কিভাবে ঠান্ডা থেকে বাঁচব। কিন্তু আজকে ট্রাই ফাউন্ডেশন থেকে মোটা কম্বল দেয়ায় একটু চিন্তামুক্ত হলাম। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অতিথিরা বলেন, প্রতিবছরই ট্রাই ফাউন্ডেশন শীতবস্ত্র, ঈদ উপহার ও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায়। তাদের এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। এ ধরণের মহৎ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।