প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১২:০৬ এ.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে ১০ জানুয়ারি (শুক্রবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বিগত ১৭ বছর আইয়ামে জাহিলিয়ার যুগে বসবাস করেছি। হত্যা, নির্যাতন, জুলুম কি না করেছে বিগত আওয়ামী লীগ সরকার। দূর্নীতি করে টাকা পাচার করা, ঘুম খুন সহ নিরপরাধ মানুষ গুলোকে মিথ্যা অপরাধী সাজিয়ে ফাঁসি দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার ঘুরে দাড়িয়েছে। ইনশাআল্লাহ দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাবে। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী।গাজীপুর মহানগর জামায়াতের আমির মুহা. জামাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. হোসেন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন