দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসার সভাপত্বিতে মাসিক সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্টু, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছদের আলী, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার, আবাসিক মেডিকেল অফিসার মোঃ মনিরুজ্জামান মুরাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সাক্তার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ঈসা প্রমুখ।