লাখাই উপজেলার ৫ নং করাব ইউনিয়নের গুনিপুর গ্রামের বিভিন্ন রাস্তাঘাট নিজ অর্থায়নে দীর্ঘদিন ধরে করে যাচ্ছে গুনিপুর গ্রামের সমাজসেবক মোঃ নুরুল হক কালাই মিয়া।সরজমিনে গিয়ে দেখা যায়, গুনিপুর গ্রামের বিভিন্ন কাঁচা রাস্তার কালাই মিয়ার অর্থায়নে মাটি কেটে ভরাট করে দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। গুনিপুর হরিনাকোনার একটি কাঁচা রাস্তা মাটি কেটে ভরাট করার জন্য কাজ শুরু করেছেন কালাই মিয়া। গ্রামবাসী জানান কালাই মিয়ার মাধ্যমে আমরা আমাদের গ্রামের বিভিন্ন রাস্তাঘাটের সমস্যার সমাধান পেয়েছি,আমাদের গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। এ ব্যাপারে গুনিপুর গ্রামের মোঃ ফিরোজ আলীর ছেলে নিজাম উদ্দিন জানান, কালাই মিয়ার মাধ্যমে আমাদের গ্রামের স্কুলের রাস্তাটির পাশাপাশি অন্যান্য রাস্তার কাজ হয়েছে। গুনিপুর থেকে হরিণাকোনার কাঁচা রাস্তাটি তে মাটি ভরাট করার জন্য তিনি কাজ শুরু করেছেন। এই রাস্তাটি হলে আমাদের গ্রামের এবং হরিণাকোণার মানুষের যাতায়াতের সুযোগ সুবিধা হবে। এ ব্যাপারে মৃত্যু সফদর আলীর ছেলে মোঃ জামাল খান বলেন, গুনিপুর হরিণাকোনার ভাঙ্গা রাস্তার ফলে আমরা দীর্ঘদিন যাবত ভোগান্তি তে ছিলাম। এখন আমাদের গ্রামের কালা মিয়া ভাইয়ের মাধ্যমে আমাদের রাস্তাটি সংস্কার করা হচ্ছে। এ ব্যাপারে সমাজসেবক মোঃ কালাই মিয়া বলেন, ইতিপূর্বে আমি আমার নিজের অর্থায়নের গ্রামের বিভিন্ন রাস্তাঘাট করেছি, এখন গুনিপুর থেকে হরিণাকোনার রাস্তাটি কাজ শুরু করেছি এখানে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হবে আমার। আমি পর্যায়ক্রমে রাস্তার কাজগুলো করব। আমি আমার নিজের ইনকামের নিজস্ব টাকা দিয়ে এই কাজগুলা করে যাচ্ছি এবং ভবিষ্যতে গ্রামের সকল সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চাই বলে তিনি জানান।