প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৫, ৭:০৪ পি.এম
নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

এনামুল হক পোরশা,নওগাঁ
নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ওই সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান।সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিখল্পনা কর্মকর্তা ডা: নাজির আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সন্তোষজনক প্রকাশ করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন