প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৫, ৭:১৭ পি.এম
ময়মনসিংহে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহমুদুল্লাহ রিয়াদ (ময়মনসিংহ ব্যুরো)
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হোসেন এর দিকনির্দেশনায় এসআই ফারুক আহম্মেদ অভিযান চালিয়ে জেলার ভালুকা জামিরদিয়া এলাকা থেকে (২৮ জানুয়ারি) ২০.১৫ ঘটিকায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ইয়াছিন (২৭) ২। মোঃ মফিদুল ইসলাম (২৯) ৩। মোঃ বিল্লাল (৩৫)কে গ্রেফতার করা হয়। দ্বিতীয় অভিযানে এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার নিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাঠালী মশা মার্কেট সাকিনস্থ হইতে ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৮.১৫ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ স্বপন ঢালী (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর শ্রীপুরের জালাল উদ্দিন ছেলে মো. ইয়াসিন। শেরপুরের আলি হোসেন এর ছেলে মফিদুল ইসলাম। নান্দাইল উপজেলার আশরাফ উদ্দিন ওরফে আশসাব ছেলে বিল্লাল। কাঠালী থানা-ভালুকা এলাকার মৃত গফুর ঢালী ছেলে স্নপন ঢালী।ডিবির ওসি জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত তিনি বলেন, উদ্ধারকৃত ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন