
কাজী শোয়াইব আলম, দুর্গাপুর (নেত্রকোনা):
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া এলাকায় সরকারি রাস্তা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদিরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ এনে গত ৩০ জানুয়ারি উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন একই এলাকার বাসিন্দা আওলাদ আহাম্মেদ। এরপর ৩ ফেব্রুয়ারি স্থানীয় সাংবাদিকদের কাছেও লিখিতভাবে বিষয়টি জানান তিনি।অভিযোগ অনুযায়ী, চন্ডিগড় উচ্চ বিদ্যালয় থেকে ফেচিয়া গুদারাঘাট পর্যন্ত সংযোগ রাস্তা (আইডি নং – ৩৭২১৮৪০০৩) দখল করে বসতঘর নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকরা প্রতিদিন চলাচল করেন। এটি বন্ধ হয়ে গেলে জনজীবনে দুর্ভোগ নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. আব্দুল কাদির দাবি করেন, “আমি আমার ব্যক্তিগত জমিতেই বসতঘর নির্মাণ করছি। অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র পেয়েছি এবং সরকারি খাজনা প্রদান করছি। তাই এতে কারও আপত্তি থাকা উচিত নয়। চাইলে এসে দেখে যেতে পারেন।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগে উল্লিখিত আইডি নম্বর অনুযায়ী রাস্তা এলজিইডির অধীনে রয়েছে। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, “আমি উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে তদন্তের নির্দেশ দিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।এলাকাবাসী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা সরকারি জায়গা দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার আহ্বান জানান।