প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৪:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১০:৫৬ পি.এম
ময়মনসিংহে প্রেমিকা জেরিনকে না পেয়ে যুবকের আত্মহত্যা

মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ ব্যুরো:
আত্মহত্যার আগে বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেন সাব্বির ওই ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও বার্তায় হতাশাগ্রস্ত ও কান্নারত অবস্থায় দেখা যায় তাকে। ওই পোস্টের শিরোনামে লেখা ছিল ‘আমার মৃত্যুতে কাউকে দায়ী করতে যাবেন না শুধু জেরিনের বড় ভাই শামীম ছাড়া। আমার এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী শামীম। আমার জেরিনকে ব্লাকমেইল করে আমার থেকে দূরে সরিয়েছে। আমি চাই আমার লক্ষ্মীটা সব সময় ভালো থাকুক। আম্মু-আব্বু আমাকে ক্ষমা করে দিও তোমাদের কথা রাখতে পারলাম না।ময়মনসিংহে ছাত্রাবাসে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে মো. সাব্বির ইসলাম (২১) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি ) বিকেল সোয়া ৩টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির ইসলাম নেত্রকোণার মদন উপজেলার ফতেহপুর গ্রামের আগপাড়া এলাকার কৃষক মো. রফিক মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুরস্থ বাঙলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে এক মাস আগে সাব্বির অর্নাস দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ময়মনসিংহ এসে কলেজ রোড এলাকার ছাত্রাবাসে এক বন্ধুর সিটে বসবাস করত। সাব্বিরের সহপাঠীরা জানায়, সাব্বির ইসলাম জামালপুরের আশেক মাহমুদ কলেজের এক ছাত্রীকে ভালোবসতো। কিন্তু তাদের এই প্রেমের সর্ম্পক মেনে নেয়নি প্রেমিকার বড় ভাই শামীম। এটা নিয়ে সাব্বির হতাশাগ্রস্থ ছিল।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ঘটনার খবর পেয়ে সাব্বির ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন