প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫, ৯:০০ পি.এম
খালিয়াজুরী বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আলী ওসমান উপজেলা প্রতিনিধি খালিয়াজুড়ি নেত্রকোনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালিয়াজুরী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে সভাপতি হিসেবে আব্দুর রউফ স্বাধীন এবং সাধারণ সম্পাদক পদে মাহবুবর রহমান কেষ্টু নতুন নেতৃত্ব পেয়েছেন।জেলার খালিয়াজুরী উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে সাবেক আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় ২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান,এস এম মনিরুজ্জামান দুদু,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার,সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা।এছাড়াও সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক প্রার্থী ইদ্রিস আলী মোল্লা, মাহবুবুর রহমান কেষ্টু, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ,আসিফুজ্জামান চৌধুরী উজ্জল,এরশাদুল আলম শাহীন প্রমুখ।সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে খালিয়াজুরী উপজেলার ছয়টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন কমিটির ৭১ জন সদস্য সরাসরি ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।নির্বাচনে ৪২৬ জন ভোটারের মধ্যে ৩১৭ ভোট পেয়ে আব্দুর রউফ স্বাধীন সভাপতি এবং ৯৮ ভোট পেয়ে মাহবুবর রহমান কেষ্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন