প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ২:৪৫ পি.এম
মাদক সেবনরত অবস্থায় কুবির দুই শিক্ষার্থীসহ আটক তিন

অমি দেব, কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে প্রক্টোরিয়াল বডি।রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আটক করা হয়।আটককৃতরা হলেন– ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদ উদ্দীন আহমেদ ও তাকভীর আল মাহমুদ। এছাড়া তাদের সাথে মো: হাসিবুল হোসেন নামে একজন বহিরাগতকেও আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। হাসিবুল নিজেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন।হাসিবুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি দোকানের কর্মচারী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি হাসিবুলকে দোকানের মালিকের জিম্মায় ছেড়ে দেয়। এছাড়া ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দুই ছাত্রকে বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে ছেড়ে দেয়া হয়।ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীম বলেন, 'বিষয়টি অ্যাকাডেমিক কাউন্সিলে কথা বলে বিভাগ থেকে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতিতে আছে। এই বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।'এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, 'আমরা মাদকমুক্ত ক্যাম্পাস চাই। এরজন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার নিবো। ইনশাআল্লাহ আমাদের কাজ অব্যাহত থাকবে।'
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন