রুহুল আমিন গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরে বিদেশে চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারক দালালের হাতে কিডন্যাপ এমন এক ভয়াবহ তথ্য এসেছে দেশবাংলা প্রতিদিন অপরাধ সূত্র বাঙালির কন্ঠের হাতে,।নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা উপজেলার রংসাথী ইউনিয়নের কালাঘর নামক গ্রামের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ লাল চাঁনের সহধর্মিনী মোসাম্মৎ দোলনা মানব পাচারের দালালের হাতে কিডন্যাপিং হয়েছেন।, শ্রীপুর উপজেলার মাওনায় দীর্ঘদিন যাবত অস্থায়ী বসবাসরত কিডন্যাপ হওয়া দোলনের পরিবার সূত্রে জানা যায়। কিডন্যাপ হওয়া দোলনের স্বামী মোহাম্মদ লালচান দেশবাংলা প্রতিদিন ও বাঙালি কন্ঠ ও অপরাধ সূত্র কে জানায় আমার বাবার অসুস্থতার খবর পেয়ে আমি জরুরি ভিত্তিতে আমার স্ত্রী সন্তানকে রেখে কলমাকান্দায় গ্রামের বাড়িতে চলে যাই, গ্রামের বাড়ি চলে যাওয়ার দুদিন পরে আমার স্ত্রীর সাথে ফোনে যোগাযোগ করি সে আমাকে জানায় আমি মাওনা তে নেই আমি ঢাকার উত্তরাতে এসেছি ট্রেনিং সেন্টারে, আমি আমার স্ত্রীর কাছে আরো জানতে চাই কিসের চাকরি ও ট্রেনিং এ গিয়েছো উত্তরাতে,,,দোলন বলেন গার্মেন্টস ভিসায় বিদেশে লোক নিবে, তার জন্য ট্রেনিং নিতে হবে, লালচান আরো বলেন আমি এগুলো কিছু বুঝিনা,,, স্ত্রী যেভাবে আমাকে বুঝিয়েছে আমি সেটাই বুঝেছি,, গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শুক্রবার আমি আমার স্ত্রী কে ফোন দেই এবং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কোনভাবেই তার সাথে যোগাযোগ করতে পারি নাই, হঠাৎ শনিবার পহেলা মার্চ আমার স্ত্রী আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে আমাদেরকে ঢাকা থেকে জোর করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে, এবং একটি বাসায় ৬ থেকে ৭ জন মেয়েকে এখানে বন্দি করে রাখা হয়েছে, চট্টগ্রামে নিয়ে আসার পর সবার মোবাইল ফোন প্রতারক চক্র দালালেরা নিয়ে নেয়,, অনেক কান্নাকাটি করার পর কিছু সময়ের জন্য আমাদের পরিবারের সাথে কথা বলার অনুমতি দেয় কথা শেষ হয়ে গেলে সাথে সাথে মোবাইল নিয়ে যাবে,
কিডন্যাপ হওয়া দোলনের স্বামী লাল চাঁদ আরো বলেন, শনিবারে কথা বলার পরে তার সাথে আর যোগাযোগ করতে পারছি না প্রশাসন এবং সংবাদ কর্মী স্যারদের প্রতি আমার আবেদন আমার স্ত্রীকে উদ্ধার করার জন্য বিশেষভাবে সহযোগিতা করা হোক এটাই আমার চাওয়া।
দেশ বাংলা প্রতিদিনের টিম গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জকে এ বিষয়ে জানানো হলে তিনি দেশবাংলা প্রতিদিন টিমকে আশ্বস্ত করেছেন এই বিষয়টা গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে এবং অভিযান পরিচালনা করে তথ্য সহায়তার মাধ্যমে কিডন্যাপ কৃত দোলন সহ অন্যদের উদ্ধার পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করবে। সঠিক তদন্তের মাধ্যমে আসল রহস্য উদ্ঘাটন হবে বলে বিশ্বাস করে দেশ বাংলা প্রতিদিন।