সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা - সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ মেরামতের জন্য আগামী সোমবার (১৭ মার্চ) রাত ১১ টা থেকে পরের দিন মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টা পর্যন্ত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ খোয়াই সেতু সাময়িক যান চলাচল বন্ধ থাকবে । এ সময় চারটি বিকল্প পথে যাতায়াত করার কথা তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ সড়ক ও জনপথ উপবিভাগ এর কর্মকর্তা । জাতীয় মহাসড়কে খোয়াই নদীর উপরে অবস্থিত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ ক্ষতি গ্রস্ত ডেকসার মেরামত কাজ করা হবে । এসময় খোয়াই সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে । বিজ্ঞপ্তিতে চারটি বিকল্প পথে যাতায়াত করার জন্য বলা হয়েছে শায়েস্তাগঞ্জ - শেরপুর -সিলেট অংশের বিকল্প রুট - ১ : নছরতপুর - হবিগঞ্জ - বালিখাল সেতু - নবীগঞ্জ - আউশ কান্দি - শেরপুর - সিলেট । শায়েস্তাগঞ্জ - শেরপুর - সিলেট অংশের বিকল্প রুট - ২ : শায়েস্তাগঞ্জ গোলচক্কর হবিগঞ্জ - বালি খাল সেতু - নবীগঞ্জ -আউশ কান্দি - শেরপুর - সিলেট । শায়েস্তাগঞ্জ - শেরপুর - সিলেট অংশের বিকল্প রুট - ৩ : জগদীশপুর মোড় - চুনারুঘাট - খোয়াই সেতু - গাজীগঞ্জ বাজার - সাটিয়াজুরী বাজার - নতুন বাজার (ঢাকা - মৌলভীবাজার মহাসড়ক ) - মিরপুর ( বাহুবল )৷ - শেরপুর - সিলেট । শায়েস্তাগঞ্জ - মৌলভীবাজার অংশের বিকল্প রুট - ৪ : জগদীশপুর মোড় - চুনারুঘাট - খোয়াই সেতু - গাজীগঞ্জ বাজার - সাটিয়াজুরী বাজার - নতুন বাজার ( ঢাকা - মৌলভীবাজার মহাসড়ক ) শ্রীমঙ্গল - মৌলভীবাজার রুট ব্যবহারের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে