নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টায় নওগাঁ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে প্রাধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল এর উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিশুদের ভিটামিন 'এ' প্লাস খাওয়ানোর গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি শিশুদের ভিটামিন 'এ' প্লাস খাওয়ানোর ক্যাম্পেইনের উদ্বোধন করেন।আয়োজকরা জানান, জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৪১ টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৮৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য পরিদর্শক ১৭ জন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ৮১ জন, স্বাস্থ্য সহকারি ১৯৪ জন, এফডব্লিউএ ৩৭১ জন, এফপিআই ৯৪ জন, সিএইচসিপি ২৯৩ জন এবং ৪ হাজার ৮৮২ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। যেখানে ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৮০৬ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৮৭১ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।এসময় নওগাঁ সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দসহ অন্যরা।