নিজস্ব প্রতিবেদক :
ছাত্র জনতার আন্দোলনের সময় বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের একসময়ের দাপুটে নেতা শাজাহান খানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।আসামিকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মিজানুর রহমান বাদল। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন