অনলাইন ডেস্ক :
দেশের যেখানে সেখানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধে হাইকোর্টের আদেশে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্রের না থাকলে উচ্ছেদে প্রশাসনের ওপরে নির্দেশনা থাকবে বলে উচ্চ আদালতের । ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দাখিল করেন এবং আদালত রুল জারি করে অবৈধ ইটভাটা উচ্ছেদে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় গত রোববার ইটভাটা মালিক সমিতির পক্ষে আদালতের আদেশ সংশোধন চেয়ে একটি আবেদন করা হয়।বিচারপতি দেবাশীষ রায় এবংবিচারপতি ফারাহ মাহবুবের আদালতে এই আবেদনের শুনানি হয়, শুনানি শেষে আদালত পূর্ববর্তী আদেশ সংশোধন করে অবৈধ ইটভাটা শব্দের ব্যাখ্যা দিয়ে আদেশ সংশোধন করেন। আদেশ বলা হয়, ড্রাম চিমনি ও ফিক্সড চিমনি এবং ইটভাটার বর্তমান মেয়াদ পর্যন্ত লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্র না থাকলে তা অবৈধ হিসেবে বিবেচিত হবে আদালত আরো উল্লেখ করেন যে, যে পদ্ধতিতে ইটভাটা পরিচালনা করা হোক না কেন লাইসেন্স না থাকলেই সেটা অবৈধ। আদালত পূর্বের আদেশে দেওয়া অপসারণ ধ্বংস করার আদেশ বহাল রাখেন