প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৩, ৪:৫৯ এ.এম
বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে মন্তব্য প্রাণিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক পরিসরের প্রত্যাশা বাংলাদেশ পূরণ করছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড ও নির্বাচন পরিবর্তী সহিংসতা ঘটেছে, সেদিক থেকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।
তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র ও আইন মন্ত্রী যেটা বলেছেন। মার্কিন যে উপ-মন্ত্রী এসেছিলেন, তার সঙ্গে আলাপ-আলোচনার নির্জাস হচ্ছে, তারা যেটা প্রত্যাশা করেছেন, বাংলাদেশ সেই ক্ষেত্রে
অনেক অগ্রগতি দেখাতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রত্যাশার কথাই আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা আশাবাদি আর্ন্তজাতিক পরিসরের যে প্রত্যাশা, বাংলাদেশ সরকার তা পুরনের চেষ্টা করছে। পৃথিবীর কোন দেশ নাই, যেখানে এধরনের ঘটনা ঘটে না। খোদ আমেরিকাও তো বিচার বহির্ভূত হত্যাকান্ড হচ্ছে। তাদের এখানে নির্বাচনের পরেও তো তাদের সংসদ এলাকায় ততকালীন আউটগোইং প্রেসিডেন্টের সমর্থকরা যে ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে কিন্তু সেটা হয়নি। আমরা আশাবাদি উন্নয়নের অগ্রযাত্রায় কেউ আমাদের আটকে রাখতে পারবে না।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সাভারের কলমা এলাকায় গবাদি পশুর জন্য আদর্শ খাদ্য কারখানা "টোটাল মিক্সড রেশন (টিএমআর)" প্ল্যান্ট উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন, প্রাণীর পুষ্টিকর খাবারের জন্য আর বিদেশ নির্ভর আর হতে হবে না। এখন দেশেই তৈরি হবে প্রাণীর উন্নত গুন সম্পন্ন খাবার।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন