শাহিন মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের শোভাগঞ্জে সুন্দরগঞ্জ- গাইবান্ধা মহাসড়কে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্তে আসামিদের মুক্তির দাবিতে সড়ক আবোরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাকিউল ইসলাম রতন,আলমগীর হোসেন,মিথিলা, নাজমুন্নাহার,সুরুজ্জামানসহ আরো অনেক।
বক্তরা বলেন,মৃত্যু ছবিরান বেগম দীর্ঘ দিন থেকে উচ্চ রক্ত চাপ ও শ্বাস কষ্টে ভুগছেন। গত ১৬ মার্চ জমি- জমা নিয়ে দুপুরে আব্দুল মজিদের সাথে রফিকুল ও তার জেঠ্যাতো ভাই জহিদুলের ঝগড়া বাঁধে।সাথে সাথে তা মিটে যায়।
বিকাল ৫ টার দিকে ছবিরান বেগম অসুস্থ হলে পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করান। গত ১৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সংবাদ পেয়ে রফিকুল তার পরিবারের লোকজনদের নিয়ে বিবাদি পরবারকে অবরুদ্ধ করে রাখে।সংবাদ পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে মামলা টি তদন্ত না করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।