নিজস্ব প্রতিবেদক :
ঢাকার বনানীতে পোষাক শ্রমিকদের আনা নেওয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ৫০ জন শ্রমিক আহত হয়েছেন শুক্রবার ভোরে এ ঘটনাটি ঘটে।
বনানী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার্স ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ারের কাছ থেকে জানা যায়, পরিস্থান নামক পরিবহনের একটি বাস ভোরে রাজধানীর ব্যস্ততম এলাকা বনানী ঢাকা ময়মনসিংহ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত পোশাক শ্রমিকদের আনা নেওয়ার কাজে নিয়োজিত ছিলো।বাসটি গার্মেন্টস শ্রমিকদের নিয়ে গাজীপুর যাচ্ছিল। বনানী থানার ইনচার্জ এর কাছ থেকে জানা যায়, যথাযথ তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে,, এবং যারা আহত হয়েছে তাদেরকে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।