প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৩:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১০:৪০ পি.এম
গাজায় ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ
গাজায় ইসরায়েলী চলমান আগ্রাসনে ও নারী-শিশুসহ হাজার-হাজার মুসলিমকে হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতালের প্রতি একাত্মতা প্রকাশ করে নওগাঁর ১১টি উপজেলায় ছাত্র-জনতা, ওলামা-মাশায়েখ ও সাধারন মুসল্লীদের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তরা ইসরায়েলী সেনা কতৃক গাজায় শিশু, নারী ও নিরীহ মুসলিমদের নির্মমভাবে হত্যার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহবান জানান তারা। সেই সাথে ইসরায়েলি সকল পণ্য বয়কট এবং মুসলিম বিশ্বসহ সকলকে গাজাবাসীদের পাশে দাঁড়ানো আহবান জানান বক্তারা।সোমবার যোহরের নামাজের পর থেকে জেলা ও উপজেলা সদরের রাস্তাগুলোতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ও উপজেলাগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন