প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১১:০৮ এ.এম
লক্ষ্মীপুর, রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত-২০।

রিয়াদ হাওলাদার, রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধি
: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক স্পেন প্রবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা, রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের মালেক খাঁ ব্রীজ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত সাইজ উদ্দিন দেওয়ান (৩৮) স্থানীয় চরগাসিয়া গ্রামের মৃত. নুরু দেওয়ানের ছোট ছেলে তিনি স্পেন প্রবাসী ছিলেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।স্থানীয়রা জানান, চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজের সঙ্গে উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের দীর্ঘদিন ধরে চর দখল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। সোমবার দুপুরে স্থানীয় মালেক খাঁ ব্রীজ এলাকায় ফারুক কবিরাজ ও শামীম গাজীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ফারুক কবিরাজের লোকজন স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ানকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় সাইজ উদ্দিন দেওয়ানকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ টহল জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা অবস্থান করলেও গণমাধ্যমের নিকট বক্তব্য দিতে কেউ রাজি হননি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন