নেত্রকোনা সদর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো একটি বাল্য বিবাহ।সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের মশুয়া গ্রামে বাল্য বিবাহ আয়োজন করা হয়েছিল। সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) কনের বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।১৬ বছরের এক কিশোরীর সাথে একই ইউনিয়নের পূবকান্দা গ্রামের এক যুবক (২৬) এর বিয়ে ঠিক হয়। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে কন্যার বাড়িতে উপস্থিত হলে বিয়েটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে জানায় মহিলা বিষয়ক অধিদপ্তর।নেত্রকোনা সদরের সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. হাসিব উল আহসান জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ০৮ ধারা অনুযায়ী এই অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে কন্যার পিতাকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বাল্যবিবাহের সাথে সম্পৃক্ত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।