প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৩:৪৩ পি.এম
গণহত্যার প্রতিবাদে পোরশার শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের মুখে কালো কাপড়ে অবস্থান

পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি 'সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচির' অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে।অবস্থান কর্মসূচিতে তাঁরা বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। কিন্তু বিশ্ব আজ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন,থানা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান,সদস্য মোক্তাদির সহ অনেক নেতাকর্মী।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন