প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৯:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৩:৫২ পি.এম
বিরামপুরে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
"জনতাই পুলিশ পুলিশই জনতা" এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে দিনাজপুরের বিরামপুরে বিরামপুর উপজেলার ১ নং বিট মুকুন্দপুর ইউনিয়ন বিরামপুর থানার আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং সভা মঙ্গলবার ৮ই এপ্রিল ১১টার দিকে মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান বেলাল। বিরামপুর থানার উপ- পরিদর্শক মাজিদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান, বিরামপুর থানার উপ পরিদর্শক আব্দুল হামিদ, ইউপি মেম্বার তোজাম্মেল হোসেন, ইউপি মেম্বার আব্দুল হালিম, ইউপি মহিলা সদস্য ইসমোতারা পায়রা, ইউপি মহিলা সদস্য সুলতানা পারভীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে জঙ্গি, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ প্রতিরোধে তৎপর হতে হবে। এ দেশ আপনার আমার সকলের, তাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সকলের দায়িত্ব। আসুন সকলেই দেশের জন্য কাজ করি, স্বপ্নের সোনার বাংলা গড়তে একযোগে কাজ করি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন