প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১১:৪৮ পি.এম
রাণীনগরে ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে বিধবা বৃদ্ধার মৃত্যু

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে বিধবা বৃদ্ধা বুলি বিবি (৬৮) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বেতগাড়ি ব্রিজের ওপর। নিহত বৃদ্ধা বুলি বিবি উপজেলার গোনা দক্ষিণপাড়া গ্রামের মৃত কেপাতুল্লার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা বুলি বান্দাইখাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেতগাড়ি ব্রিজের ওপর ভ্যানের চাকায় তার শাড়ির আঁচল পেঁচিয়ে গিয়ে ভ্যানগাড়ি থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, বৃদ্ধা বুলির বিবির মৃত্যুর খবর থানায় এখনও পৌঁছায়নি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন