কাইয়ুম বাদশাহ,মধ্যনগর প্রতিনিধি সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজার এলাকায় রাস্তাঘাটের অবস্থা দিন দিন চরম বেহাল হয়ে উঠছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের।বাগলী থেকে কয়লা ও পাথরে গাড়ি যাওয়ার মূল সড়কটি দিয়ে প্রতিদিনই চলাচল করে বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষ। তবে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। হালকা বৃষ্টি হলেই এই গর্তগুলোতে পানি জমে থাকে, ফলে পথচারীদের চলাচল হয়ে পড়ে অত্যন্ত দুর্বিষহ।স্থানীয়দের অভিযোগ, এ সড়কটি দিয়ে মহিষখলা বাজারসহ আশেপাশের গ্রামের অনেক মানুষ প্রতিদিন বাজার, স্কুল, চিকিৎসা সেবা এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তার এমন করুণ অবস্থায় তাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে আর দুর্ভোগ না পোহাতে হয়।