নিজস্ব প্রতিবেদক :
চুনারুঘাট রাজার বাজার খোয়াই নদীর সেতু রক্ষায় এলাকাবাসী পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে, উল্লেখ করা হয়েছে, খোয়াই নদীর সেতুর উপর দিয়ে যেন ভারী যানবাহন চলাচল করতে না পারে। এবং গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া সহ অনকে দাবি স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সেতুর দুই পাশে অস্থায়ীভাবে বালুর বস্তা দেওয়া হয়েছে, এলাকাবাসী এতে মনে করছে, এটি কোনো স্থায়ী সমাধান না,,, এগুলো শুধু জনগণের টাকা অপচয় করা,, কিছুদিন পর আবার আগের অবস্থায় চলে যাবে। তাই এলাকা বাসীর একটাই দাবি গোজামিল কাজ করে স্থায়ী সমাধান হবেনা ,, যতদিন না পর্যন্ত স্থায়ী সমাধান হবে এলাকাবাসীর আন্দোলন চলতে থাকবে এবং চলমান থাকবে। স্থানীয় জনগণ দেশবাংলা প্রতিদিনকে জানান খোয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করা পর্যন্ত, এই সেতুতে যত রকম স্থায়ী সমাধান করা হোক না কেনো,,, কোনো প্রকল্প কাজে আসবে না,,, তাই দ্রুত অবৈধভাবে বালু উত্তোলনকারীদের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।