প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ৪:০৯ পি.এম
অযত্ন-অবহেলায় বিলুপ্তির পথে মহিষখলা স্মৃতিসৌধ

কাইয়ুম বাদশাহ
মধ্যনগর প্রতিনিধি,সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার একটি গর্বের নাম, যেখানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের আওতায় সংঘটিত হয়েছিল সাহসিক যুদ্ধ। শহীদদের স্মরণে নির্মিত 'মহিষখলা স্মৃতিসৌধ' আজ চরম অবহেলা ও অযত্নের কারণে হারিয়ে যেতে বসেছে।
মুক্তিযুদ্ধকালীন ১১ নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল ভারতের মেঘালয়ের তুরা শহরে। সেক্টরটি পরিচালনা করেন মেজর আবু তাহের, যিনি সাহসিকতা ও কৌশলের মাধ্যমে এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। মহিষখলা ছিল এই সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। শহীদদের স্মরণে তৈরি করা মহিষখলা স্মৃতিসৌধটি একসময় গর্বের প্রতীক হলেও বর্তমানে তা পড়ে আছে অবহেলায়। সৌধের গায়ে জমেছে ধুলা, রংচটা অবস্থা ও ঝুপঝারে ঢেকে গেছে চারপাশ। স্থানীয়রা জানান, বিশেষ দিবস ছাড়া এখানে কোনো কার্যক্রম দেখা যায় না—নেই নিয়মিত রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের কোনো উদ্যোগ।একজন স্থানীয় প্রবীণ মুক্তিযোদ্ধা বলেন, এই সৌধটা শুধু একটা স্থাপনা না, এটা আমাদের আত্মত্যাগের প্রতীক। কিন্তু এখন এর দিকে কারো নজর নেই, এটা আমাদের জন্য কষ্টের।স্থানীয় বাসিন্দা ও মুক্তিযুদ্ধপ্রেমী মহল দাবি করেছেন, স্মৃতিসৌধটি যথাযথভাবে সংরক্ষণ করা হোক এবং এলাকাটিকে ঐতিহাসিক গুরুত্ব অনুযায়ী উন্নয়ন করা হোক, যাতে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও অনুভব করতে পারে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন