কাইয়ুম বাদশাহ মধ্যনগর প্রতিনিধি সুনামগঞ্জ :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এবারের বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে। হাওরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে দেখা গেছে মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। তবে এই খুশির মাঝেই কৃষকদের মাঝে দুশ্চিন্তা ভর করেছে পাহাড়ি ঢলের আশঙ্কা। যেকোনো সময় আসতে পারে পাহাড়ি ঢল। এই অবস্থায় ‘৮০% ধান পাকা হলে সঙ্গে সঙ্গে কেটে ফেলার নির্দেশ’ দিয়েছেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।মধ্যানগরে নির্বাহী কর্মকর্তা ইউএনও জানান হাওরের অবস্থা পর্যবেক্ষণ করে দেখা গেছে, অধিকাংশ জমিতে ধান ৮০% পর্যন্ত পেকে গেছে। যেকোনো সময় পাহাড়ি ঢল আসতে পারে। তাই কৃষকদের ৭ দিনের মধ্যে ধান কেটে ঘরে তুলতে নির্দেশ দেওয়া হয়েছেমধ্যনগর উপজেলা কৃষি কর্মকর্তা দেশবাংলা প্রতিদিনকে জানান, এ বছর আবহাওয়া ভালো থাকায় বোরো ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে। কিন্তু ঢলের আগেই ধান না কাটতে পারলে সবকিছু পানিতে ভেসে যেতে পারে।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় পার্বত্য অঞ্চলে টানা বৃষ্টির ফলে হাওর অঞ্চলে হঠাৎ পাহাড়ি ঢলের আশঙ্কা বাড়ছে। এর মধ্যে মধ্যনগরের হাওরগুলোও ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।মধ্যনগর এর বিভিন্ন কৃষকদের সাথে কথা বলে জানা গেছে
ফলন নিয়ে তারা সন্তুষ্ট। কিন্তু পাহাড়ি ঢলের দুশ্চিন্তায় দিন কাটছে তাদের । যদি সরকারি নির্দেশনা ও সহযোগিতায় সময়মতো ধান কাটা শুরু করা যায়, তাহলে তারা অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।এদিকে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ একযোগে মাঠে কাজ করছে। কৃষকদের জন্য যন্ত্রসহ প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।