প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১০:৩৬ পি.এম
নবাবগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে স্মার্টফোন নিয়ে একজন ও বিধিমালা অমান্য করার অপরাধে দুই পরীক্ষার্থী বহিষ্কার

অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নিষেধাজ্ঞা অমান্য করে স্মার্টফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অপরাধে একজন ও বিধিমালা অমান্য করায় দুই কেন্দ্র থেকে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়নের বিনোদনগর উচ্চ বিদ্যালয়ের একজন স্মার্ট ফোন ও ভোটারপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন বিধিমালা লঙ্গনের জন্য তাদেরকে কে বহিষ্কার করা হয়। নবাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে স্মার্টফোন নিয়ে কক্ষে প্রবেশ করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে জানান কেন্দ্র সচিব দিলীপ কুমার সাহা। অপরদিকে নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষার্থীকেও বহিষ্কার করা হয় বলে জানান ওই কেন্দ্রের সচিব মোঃ তোফায়েল আহমেদ ডাবলু ।এরপর পরীক্ষার কেন্দ্রে নিয়ম লঙ্ঘনের দায়ে কেন্দ্র কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করে।
নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব দিলীপ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও এক পরীক্ষার্থী স্মার্টফোন নিয়ে কক্ষে প্রবেশ করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য আমরা কঠোর অবস্থানে আছি। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন